যশোর পল্লি বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০১৯





০১। আবেদনকারীগণ যশাের পবিস-১ এর ওয়েবসাইট (www.pbs1.jessore.gov.bd) অথবা বাংলাদেশ পল্লী
বিদ্যুতায়ন বাের্ডের ওয়েবসাইড (www.reb.gov.bd) হতে A4 সাইজের কাগজে আবেদন ফরম (ফরম নং-
পমাসপ ১১০-০০২, ভার্সন-০১) ডাউনলােড পূর্বক প্রবেশপত্র সহ যথাযথভাবে স্বহস্তে পূরণ করে আগামী ০৭/০১/২০২০
খ্রিঃ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে সিনিয়র জেনারেল ম্যানেজার, যশাের পল্লী বিদ্যুৎ
সমিতি-১ তপসীডাঙ্গা, যশোর এর বরাবরে ডাকযােগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরন করতে
হবে। সদা কাগজে লিখিত থা টাইপ ৩ কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। সরাসরি কোনো আবেদনপত্র পূহীত হবে না। উল্লেখিত
তারিখের পর প্রাপ্ত কোনো আবেশন” এ গ্রহণযোগ্য হবে ন||
০২। ০৭/০১৮২০২০ খ্রিঃ তারিখে প্রার্থী এস ১৮ থেকে ৩০ বহর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সীমা ৩২ বছর
পর্যন্ত শিথিলযােগ্য।
০৩। আবেদন পত্রের সংগে নিক্তি কাগজ পত্রের মূল কপি অথবা ১ম শ্রেনীর গেজেটেড অফিসার কর্তৃক
সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবেঃ
(ক) স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভার চেয়ারম্যান/মেয়র বা ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত জাতীয়তা ও চারিত্রিক
(খ) সম্প্রতিককালে তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি।
(গ) শিক্ষাগত যােগ্যতার সনদ পত্রের সত্যায়িত ফটোকপি (মার্কশীট ও প্রশংসা পত্র গ্রহনযােগ্য নয়)।
(ঘ) জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি।
(3) অভিজ্ঞতার সত্যায়িত ফটোকপি (প্রযােজ্য ক্ষেত্রে)।
(চ) সিনিয়র জেনারেল ম্যনেজার, যশাের পল্লী বিদ্যুৎ সমিতি-১, তপসীডাঙ্গা, যশাের এর অনুকুলে ১০০/= (একশত)
টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট অথবা ক্রসড পোষ্টাল অর্ডার সংযুক্ত করতে হবে।
(২) একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না ||
০৪। আবেদন পত্রের সাথে সংযুক্ত সকল কাগজ পত্র প্রথম শ্রেনীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ও নাম পদবী সম্বলিত
সীল থাকতে হবে।
০৫। সরকারী/আধা-সরকারী/স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনপত্র।
নির্ধারিত তারিখের মধ্যে পেঁছাতে হবে।
০৬। নিয়োগের ক্ষেত্রে সকল ধরনের সরকারী কোটা নীতি অনুসরণ করা হবে।।
০৭। নিয়োগকালে মজিষে ফি/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান গণের ক্ষেত্রে সরকার নির্ধারিত কোট! সংরক্ষণ করা হবে। তবে সে ক্ষেত্রে।
আবেদনপত্রের সাথে সরকারী নির্দেশ অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত সার্টিফিকেটের সত্যায়িত অনুলিপি
দাখিল করতে হবে।
০৮ ইত ধরে কোনাে পক্কী বিদ্যুৎ সমিতি হতে অপসারিত বরখাস্ত স্বেচ্ছায় পদত্যাগকারী কারাে উক্ত পদে আবেদন করার প্রয়ােজন
নাই।
০৯। অত্র পবিসে কর্মরত কোন কর্মকর্তাকর্মচারী বা এলাকা পরিচালক/মহিলা পরিচালকগনের স্বামী/স্ত্রী বা তাদের রক্ত সম্পর্কীয় এমন
প্রার্থীর আবেদন করার প্রয়োজন নাই।
১০। প্রার্থীকে বাংলাদেশের যে কোনো পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকুরী করতে স৩ থাকতে হবে।
১১। অসম্পূর্ণ এবং ভূ আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে।
১২। প্রতারণামূলকভাবে স্থায়ী ঠিকানা ভুল দিলে অথবা কোন তথ্য গােপন করে নিয়োগপ্রাপ্ত হলে এবং পরবর্তীতে তা প্রমাণিত হলে তার
বিরুদ্ধে কোনাে প্রকার তদন্ত ব্যতিরেকেই তাৎক্ষনিকভাবে বরখাস্তকরণ সহ দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৩। বিজ্ঞপ্তি প্রকাশের পর হতে নিয়ােগের পূর্ব মুহূর্ত পর্যন্ত কোনাে পদে নিয়ােগ/বদলী/পদোন্নতির মাধ্যমে কোনাে জেলা কোটা পূরণ হলে
সে জেলার প্রার্থীদের আবেদন বিবেচনা করা হবে না।
১৪। নতুন পদ সৃষ্টি, পদোন্নতি, বৰলী, কর্মচারীর অবসর ‘হণ, মৃত, পদত্যাগ অথবা অপারগতা ইত্যাদি কারনে উল্লেখিত যে কোন পদে
শূণ্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে।
১৫। অত্র নিয়ােগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে নিয়ােগ প্রদানে কর্তৃপক্ষ বাধ্য নহে।
১৬। খামের উপর বড় অক্ষরে পদের নাম ও নিজ জেলার নাম উল্লেখ করতে হবে।
১। প্রান্ত আবেদন সমূহ প্রাথমিকভাবে বছাইক যােগ্য প্রার্থীদের লিখিত ও মৌখিক (প্রযােজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার তারিখ
যথাসময়ে ডাকযােগে অবহিত করা হবে)।
১৮। উত্তীর্ণ প্রার্থীকে ০১ (এক) বছরের জন্য “অন-প্ৰবেশন" নিয়ােগ প্রদান করা হবে। চুড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী যােগদানের সময় স্থানীয়
সিভিল সার্জনস্বীকৃত মেডিক্যাল অফিসার পবিসের রিটেইনার চিকিৎসকের নিকট হতে সুই৩'র স্বাস্থ্যগত সাটিফিকেট দাখিল করতে
হবে। অ-প্রবেশন কালে অর্পিত দায়িত্ব ও কর্তব্য সমুহ যথাযথভাবে সম্পাদন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক আয়োজিত
নির্ধতির প্রশিক্ষণে উত্তীর্ণ (৬'টা এন্ট্রি অপারেটর) বার্ষিক কর্মমূল্যায়ন সন্তোষজনক বিবেচিত হলে (পবিস নির্দেশিকা

আবেদনসহ সকল প্রকার চাকুরি সংক্রান্ত তথ্যের জন্য আপনার এলাকার ডিজিটাল পোস্ট অফিসে যোগাযোগ করুন। বাংলাদেশ সরকারের ডিজিটাল পোস্ট অফিসে আসুন ডিজিটাল সেবা গ্রহন করুন। সৌজন্যে- বিনোদপুর ডিজিটাল পোস্ট অফিস মাগুরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ