একজন ল্যাব সহকারী কি কি কাজ করে থাকে?

পদবী: ল্যাব সহকারী (শিক্ষা প্রতিষ্ঠান)
বিষয় সমূহঃ
ল্যাব সহকারী (পদার্থ)
ল্যাব সহকারী (রসায়ন)
ল্যাব সহকারী (ICT)
ল্যাব সহকারী (জীব বিজ্ঞান)

বিভাগ: ল্যাবরেটরি

একজন ল্যাব সহকারী কোথায় কাজ করে?

১। শিক্ষা প্রতিষ্ঠান
২। ল্যাব

একজন ল্যাব সহকারী কি কাজ করে থাকে?
১। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের নমুনা সম্পর্কে ধারণা প্রদান এবং গবেষণার প্রক্রিয়া এবং নমুনা চিহ্নিত করতে সহযোগিতা করা
২। বিভিন্ন ধরনের পরীক্ষাগার সরঞ্জাম ব্যবহার করে পরীক্ষার জন্য নমুনা তৈরি করা
যথাযথ পরীক্ষাগারের রেকর্ডগুলি প্রস্তুত এবং বজায় রাখা।
৩। লেবেল নমুনা সঠিকভাবে সংরক্ষণ এবং উপযুক্ত বিভাগে তাদের বিতরণ








একজন ল্যাব সহকারীর কি কি যোগ্যতা থাকতে হয়?
১। এসএসসি (বিজ্ঞান বিভাগ) সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা বা সমমানের ডিগ্রী
২। কাজ সংগঠিত করার ক্ষমতা
৩। কার্যকরী যোগাযোগ দক্ষতা, উভয় মৌখিক এবং লিখিতভাবে
৪। জটিল নির্দেশাবলী সহজে বুঝতে সক্ষম
৫। ল্যাবরেটরি ফলাফল এবং রেকর্ড সংক্রান্ত গোপনীয়তা কঠোর স্তর বজায় রাখতে এবং সক্ষম
৬। চমৎকার কম্পিউটার দক্ষতা


আবেদনসহ সকল প্রকার চাকুরি সংক্রান্ত তথ্যের জন্য আপনার এলাকার ডিজিটাল পোস্ট অফিসে যোগাযোগ করুন। বাংলাদেশ সরকারের ডিজিটাল পোস্ট অফিসে আসুন ডিজিটাল সেবা গ্রহন করুন। সৌজন্যে- বিনোদপুর ডিজিটাল পোস্ট অফিস মাগুরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ