আসন্ন ৩৪টি নিয়োগ পরীক্ষার সময়সূচী একত্রে

২০ ডিসেম্বর ৪টি পরীক্ষা


      ১. জনতা ব্যাংক লিমিটেড এর ‘এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার (AEO-Teller) পদের পরীক্ষার (সংশোধিত) আসন বিন্যাস প্রকাশ 
      পরীক্ষাঃ ২০ ডিসেম্বর ২০১৯
      ২. যুব উন্নয়ন অধিদপ্তর এর ক্রেডিট সুপারভাইজার ও সাটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর পদের পরীক্ষার সময়সূচী
      পরীক্ষাঃ ২০ ডিসেম্বর ২০১৯
      পরীক্ষার সময়ঃ বিকালঃ ৩.০০- ৪.০০
      ৩. মৎস্য অধিদপ্তর এর (ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফেজ II প্রজেক্ট) সম্প্রসারণ কর্মকর্তা পদের পরীক্ষার সময়সূচী প্রকাশ
      পরীক্ষার তারিখঃ ২০ ডিসেম্বর ২০১৯
      পরীক্ষার সময়ঃ সকাল ১০.০০-১১.০০ টা
      প্রবেশপত্র: ডাকযোগে
      ৪. ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. এর সহকারী প্রকৌশলী পদে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশে
      মৌখিক পরীক্ষাঃ ২০-২৪ ডিসেম্বর ২০১৯
      ২৭_ডিসেম্বর_২০১৯
      ১. বাংলাদেশ ব্যাংকের অফিসার (সাধারণ) এর ২০০ পদের পরীক্ষার সময়সূচী ও আসন বিন্যাস প্রকাশ
      পরীক্ষাঃ ২৭ ডিসেম্বর ২০১৯
      Tender: Arts Faculty
      ২. রূপালী ব্যাংক লিমিটেড এর সিনিয়র অফিসার (২০১৬) পদের MCQ পরীক্ষার ফল প্রকাশ
      লিখিত পরীক্ষাঃ ২৭ ডিসেম্বর ২০১৯
        **********
        ১. ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর প্রবাশনারী অফিসার পদের পরীক্ষার সময়সূচী ও প্রবেশ পত্র প্রকাশ
        পরীক্ষার তারিখঃ ৩ জানুয়ারি ২০২০
        Admit: http://bdjobs.com/ucb/admit
        ২.NSI এর বেতার চালক/ওয়্যারলেস অপারেটর পদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচী প্রকাশ
        ব্যবহারিক পরীক্ষাঃ ২২ -২৬ ডিসেম্বর ২০১৯
        ৩. রূপালী ব্যাংক লিমিটেড এর সিনিয়র অফিসার (২০১৭) পদের লিখিত পরীক্ষার সময়সুয়চি
        পরীক্ষাঃ ৩ জানুয়ারি ২০২০
        ৪. NSI এর সহকারী পরিচালক (AD) পদে কম্পিউটার ও মৌখিক পরীক্ষা এবং “ফিল্ড অফিসার” পদে শারীরিক, কম্পিউটার ও মৌখিক পরীক্ষার পরীক্ষার সময়সূচী প্রসঙ্গে
        পরীক্ষাঃ ১২ ডিসেম্বর - ২০ জানুয়ারি ২০২০
        Admit: http://nsi.teletalk.com.bd/admitcard/index.php
          ৫. জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র স্টাফ নার্স পদের এম সি কিউ বাছাই পরীক্ষার সময়সূচী
          পরীক্ষাঃ ২৮ ডিসেম্বর ২০১৯
          ৬. পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র টেকনিশিয়ান পদের এমসিকিউ বাছাই পরীক্ষার সময়সূচী
          পরীক্ষা: ২৯ ডিসেম্বর ২০১৯
          ৭. ৪০তম বিসিএস এর লিখিত পরীক্ষার সময়সূচী প্রকাশ
          পরীক্ষা শুরুঃ ৪ জানুয়ারি ২০২০
          ৮. বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের গাড়ী চালক পদে নিয়োগের নিমিত্ত ব্যবহারিক পরীক্ষার সময়সূচী
          পরীক্ষাঃ ২২ ডিসেম্বর ২০১৯
          ৯. বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের অর্থ পুলের সহকারী (হিসাব রক্ষণ কর্মকর্তা, অর্থ কর্মকর্তা, নিরীক্ষা কর্মকর্তা) ও নিম্নমান সহকারী, সময় রক্ষক এবং সহকারী কোষাধ্যক্ষ পদে নিয়োগের নিমিত্ত লিখিত পরীক্ষার সময় সূচী।
          পরীক্ষাঃ ২৮ ডিসেম্বর ২০১৯
          ১০. বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত নোটিশ
          পরীক্ষাঃ ১৮ - ডিসেম্বর ২০১৯ থেকে ১২ জানুয়ারি ২০২০
          অনিবার্য কারণবশত ৯ম গ্রেডের ২৬ ডিসেম্বর তারিখের মৌখিক পরীক্ষা আগামী ১১ জানুয়ারি এবং ০৪ জানুয়ারি তারিখের পরীক্ষা আগামী ১২ জানুয়ারি তারিখ নেয়া হবে।
          ১১. জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো'র সিস্টেম এনলিস্ট এবং প্রোগ্রামার পদের মৌখিক পরীক্ষার সময়সূচি ও নির্দেশাবলি
          পরীক্ষাঃ ১৯ ডিসেম্বর ২০১৯
          ১২. কৃষি তথ্য সার্ভিস (AIS) এর বিভিন্ন পদের পরীক্ষার সময়সূচী প্রকাশ
          পরীক্ষার তারিখঃ ২১ ডিসেম্বর ২০১৯
          কৃষি তথ্য সার্ভিসের রাজস্বখাতের ছয়টি শূন্য পদে লিখিত পরীক্ষা ২১ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হবে
          ১৩. বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর এর ঊর্ধ্বতন মাড প্রকৌশলী পদের মৌখিক পরীক্ষার সময়সূচি
          মৌখিক পরীক্ষা: ১৯ ডিসেম্বর ২০১৯
          ১৪. সোনালী ব্যাংক লিমিটেড এ ‘সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)’ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের সময়সূচি
          পরীক্ষাঃ ১৯ ডিসেম্বর ২০১৯
          ১৫. সোনালী ব্যাংক লিমিটেড এ ‘সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)’ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের সময়সূচি
          পরীক্ষাঃ ২২ ডিসেম্বর ২০১৯
          ১৬. সোনালী ব্যাংক লিঃ ‘সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেক্সটাইল)’ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের সময়সূচি
          পরীক্ষাঃ ২৪ ডিসেম্বর ২০১৯
            ১৭. দুর্নীতি দমন কমিশনের বিভিন্ন পদের পরীক্ষার সময়সূচী, প্রবেশ পত্র ও আসন বিন্যাস প্রকাশ
            পরীক্ষার সময়সূচীঃ ১৩ডিসেম্বর ২০১৯
            দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল ও ডেসপাস রাইডার-এর শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে নিয়োগ প্রার্থীদের লিখিত পরীক্ষা গ্রহণের নিমিত্ত প্রবেশপত্র ইস্যুকরণ সংক্রান্ত
            Admit: http://acc.teletalk.com.bd/admitcart.php
            ১৮. স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের “ফোরম্যান”, ”নার্স” এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের ”জুনিয়র বেতার কর্মকর্ত”, ”ফোরম্যান(উপ সহকারী প্রকৌশলী)” পদের মৌখিক পরীক্ষার সময়সূচী
            মৌখিক পরীক্ষা: ১৮ ও ১৯ ডিসেম্বর ২০১৯
              ১৯. প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক আওতাধীন ১২-২০তম বেতন গ্রেডের বিভিন্ন পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময়সূচি
              পরীক্ষাঃ ২ - ১৯ ডিসেম্বর ২০১৯
              ২০. স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের “ফোরম্যান”, ”নার্স” এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের ”জুনিয়র বেতার কর্মকর্ত”, ”ফোরম্যান(উপ সহকারী প্রকৌশলী)” পদের মৌখিক পরীক্ষার সময়সূচ
              মৌখিক পরীক্ষা: ১৮ ও ১৯ ডিসেম্বর ২০১৯
              ২১. বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল
              ব্যবহারিক / মৌখিক পরীক্ষাঃ ১০ - ১৮ ডিসেম্বর ২০১৯
              ২২. বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের বিভিন্ন পদে লিখিত/ ব্যবহারিক/মৌখিক পরীক্ষার সময়সূচী।
              পরীক্ষাঃ ১২ ডিসেম্বর - ৬ জানুয়ারী ২০২০
              ২৩. শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (পুর) পদের প্রার্থীদের এমসিকিউ বাছাই পরীক্ষার সময়সূচী
              পরীক্ষার তারিখঃ ২১ ডিসেম্বর ২০১৯
              ২৪. সাধারণ পুরলর আওতায় নিয়োগযোগ্য বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরের ”সহকারী প্রোগ্রামার” পদের লিখিত পরীক্ষা এবং ‘‘সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী’’ পদের বাছাই পরীক্ষার সময়সূচী
              পরীক্ষাঃ ১৯ ও ২৪ ডিসেম্বর ২০১৯
              ২৫. প্রবাসী কল্যাণ ব্যাংকের সহকারী প্রোগ্রামার পদের লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
              মৌখিক পরীক্ষা: ১৭ ডিসেম্বর ২০১৯
              ২৬. বস্ত্র অধিদপ্তর এর বিভিন্ন পদের পরীক্ষার সময়সূচী প্রকাশ
              পরীক্ষাঃ ২৮ ডিসেম্বর ২০১৯
              বিনোদপুর মিডিয়া.com
              ২৭. প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রোগ্রামার পদের লিখিত পরীক্ষার ফল ও মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ
              মৌখিক পরীক্ষা- ১৮ ডিসেম্বর ২০১৯
              ২৮. ১৩তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষার (আবশ্যিক বিষয়) আসন বিন্যাস প্রকাশ
              পরীক্ষাঃ ১৭ - ২৮ ডিসেম্বর ২০১৯
              ২৯. কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপসহকারি কৃষি কর্মকর্তা পদে মৌখিক পরীক্ষার সময়সূচী
              পরীক্ষাঃ ১৮ ডিসেম্বর - ১৪ জানুয়ারি ২০২০
              ৩০. বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (BOF) এর বিভিন্ন পদের পরীক্ষার ফল ও উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার তারিখ
              পরীক্ষাঃ ৪ - ২১ জানুয়ারি ২০২০
              ১৪৭ পদের লিখিত পরিক্ষার ফলাফল
                      ৩১. শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (IER), ঢাকা বিশ্ববিদ্যালয় এর ৩০০ পদের উপজেলা / আরবান প্রোগ্রাম কোঅর্ডিনেটর এর প্রবেশ পত্র প্রকাশ
                      এডমিট ডাউনলোডের শেষ তারিখঃ ২২ ডিসেম্বর ২০১৯
                      পরীক্ষাঃ ৩ জানুয়ারি ২০২০
                      কিভাবে এডমিট ডাউনলোড করবেন...
                      bdjobs.com এ Log in করে আপনার Profile / my bdjobs এ গেলে প্রবেশ পত্র ডাউনলোড অপশন পাবেন।
                      N.B. Chrome / Firefox Browser ব্যবহার করুন।

                      ৩২. ৪১তম বিসিএস-এর প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠানের সম্ভাব্য সময়
                      ২০২০ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হতে পারে
                      প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠানের সম্ভাব্য সময় : ৪১তম বিসিএস-এর প্রিলিমিনারি টেস্ট ২০২০ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হতে পারে। সঠিক তারিখ, সময় ও আসনব্যবস্থা যথাসময়ে কমিশনের ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে।
                      আবেদনসহ সকল প্রকার চাকুরি সংক্রান্ত তথ্যের জন্য আপনার এলাকার ডিজিটাল পোস্ট অফিসে যোগাযোগ করুন। বাংলাদেশ সরকারের ডিজিটাল পোস্ট অফিসে আসুন ডিজিটাল সেবা গ্রহন করুন। সৌজন্যে- বিনোদপুর ডিজিটাল পোস্ট অফিস মাগুরা।

                      একটি মন্তব্য পোস্ট করুন

                      0 মন্তব্যসমূহ