ওয়েব ফাউন্ডেশনে মাগুরা জেলা ও পটুয়াখালী জেলায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।

আবেদন পাঠানোর শেষ সময়-২৬ ডিসেম্বর ২০১৯
ওয়েব ফাউন্ডেশনে মাগুরা জেলা ও পটুয়াখালী জেলায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।

বেসরকারী সংস্থা ওয়েভ ফাউন্ডেশন জাতীয় ও স্থানীয় পর্যায়ে ১. স্থায়ীত্বশীল জীবন-জীবিকা ২. গণতান্ত্রিক সুশাসন ও ৩. সামাজিক উন্নয়ন ও জলবায়ু ঘাত-সহিষ্ণুতা ডােমেইনের অধীনে বিভিন্ন কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়ন করে আসছে। দেশের অতি দরিদ্র জনগােষ্ঠীর দারিদ্র বিমােচন ও টেকসই উন্নয়নের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার Pathways to Prosperity for Extremely Poor People (PPEPP) শীর্ষক প্রকল্পের কার্যক্রম শুরু করেছে। DFID & European Union এর যৌথ অর্থায়নে মূল বাস্তবায়নকারী সংস্থা পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন-এর সহযােগী সংস্থা হিসেবে ওয়েভ ফাউন্ডেশন প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করতে যাচ্ছে। দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পটুয়াখালী জেলার গলাচিপা এবং মাগুরা জেলার মােহম্মদপুর উপজেলার ইউনিয়নসমূহে প্রকল্প কার্যক্রম বাস্তবায়নে চুক্তিভিত্তিক নিয়ােগের জন্য নিম্নোক্ত পদে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।


টেকনিক্যাল অফিসার (Livelihood)
পটুয়াখালী, মাগুরা
টাকা. ৩৮,০০০ (মাসিক)
২৬ ডিসেম্বর ২০১৯


এ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার (Livelihood)
পটুয়াখালী, মাগুরা
টাকা.১৮,০০০ (মাসিক)
২৬ ডিসেম্বর ২০১৯


টেকনিক্যাল অফিসার (Nutrition)
পটুয়াখালী, মাগুরা
টাকা. ৩৮,০০০ (মাসিক)
২৬ ডিসেম্বর ২০১৯


এ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার (Nutrition)
পটুয়াখালী, মাগুরা
টাকা. ১৮,০০০ (মাসিক)
২৬ ডিসেম্বর ২০১৯


টেকনিক্যাল অফিসার (Community Mobilization)
পটুয়াখালী, মাগুরা
টাকা.৩৮,০০০ (মাসিক)
২৬ ডিসেম্বর ২০১৯


এ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার (Community Mobilization)
পটুয়াখালী, মাগুরা
টাকা. ১৮,০০০ (মাসিক)
২৬ ডিসেম্বর ২০১৯


এমআইএস অফিসার
পটুয়াখালী, মাগুরা
টাকা. ২০,০০০ (মাসিক)
২৬ ডিসেম্বর ২০১৯

তথ্য সংগ্রহকারী (Data Collector)
পটুয়াখালী, মাগুরা
টাকা. ১৬,০০০ (মাসিক)
২৬ ডিসেম্বর ২০১৯


কমিউনিটি নিউট্রিশন এ্যান্ড হেল্থ প্রমোটর (CNHP)
পটুয়াখালী, মাগুরা জেলার সংশ্লিষ্ট উপজেলার ইউনিয়নসমুহ
টাকা. ৪,০০০ (মাসিক)
২৬ ডিসেম্বর ২০১৯


আবেদনসহ সকল প্রকার চাকুরি সংক্রান্ত তথ্যের জন্য আপনার এলাকার ডিজিটাল পোস্ট অফিসে যোগাযোগ করুন। 
 বাংলাদেশ সরকারের ডিজিটাল পোস্ট অফিসে আসুন ডিজিটাল সেবা গ্রহন করুন। সৌজন্যে- বিনোদপুর ডিজিটাল পোস্ট অফিস মাগুরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ