পাসপোর্ট কিভাবে করবেন, পাসপোর্ট নিয়ে অজানা কিছু তথ্য।

পাসপোর্ট কিভাবে করবেন?

প্রিয় ভিজিটর নতুন বছরের শুভেচ্ছা । পাসপোর্ট নিয়ে সাধারন কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো কিভাবে পাসপোর্ট করতে হবে কিকি কাগজ জমা দিতে হবে।
চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। 
প্রথমেই দেখে নিই কিভাবে পাসপোর্ট করতে হয় ভিডিও টিউটোরিয়াল-



বাংলাদেশের নাগরিকদের জন্য সরকার তিন ধরনের বাংলাদেশ পাসপোর্ট ইস্যু করে থাকেঃ
আন্তর্জাতিক সাধারণ পাসপোর্ট (সবুজ মলাট)
সরকারী পাসপোর্ট (নীল মলাট)
কূটনৈতিক পাসপোর্ট (লাল মলাট)
প্রথম ধাপটিই হল টাকা জমা দেয়া। এটার মাধমেই আপনার পাসপোর্ট তৈরি প্রক্রিয়া শুরু করতে হবে। রাষ্ট্রীয় ব্যাংক সোনালি ব্যাংক ছাড়াও এই ৫ টি ব্যাংকে টাকা জমা দেয়া যাবে।
  • ব্যাংক এশিয়া
  • ট্রাস্ট ব্যাংক
  • প্রিমিয়ার ব্যাংক
  • ঢাকা ব্যাংক
  • ওয়ান ব্যাংক
পাসপোর্ট ফি সাধারণের ক্ষেত্রে ৩০০০ টাকা + ৪৫০ টাকা ভ্যাট = মোট ৩৪৫০ টাকা।
পাসপোর্ট ফি জরুরী ক্ষেত্রে ৬০০০ টাকা + ভ্যাট ৯০০ টাকা = মোট ৬৯০০ টাকা।
সাধারণ বা জরুরী পাসপোর্ট তৈরিতে এর বেশী কোথাও কোন খরচ নেই। পাসপোর্ট ফি প্রদানের রশিদটি যত্ন সহকারে সংরক্ষন করবেন। কারন এটা হারিয়ে ফেললে আপনাকে আবার টাকা জমা দিয়ে রশিদ নিতে হবে। এছাড়া অনলাইনে এর মাধ্যমে ফি পরিশোধ করতে পারেন। নিচের লিংকে এ গিয়ে যথাযথভাবে ফরম পুরন করে বিকাশের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন। তাছাড়া ট্রাস্ট ব্যাংকের টি ক্যাশ এর মাধ্যমে টাকা জমা দেওয়া সম্ভব।

সোনালী ব্যাংকের ই-চালান
কাগজপত্র হিসাবে যা যা লাগবে

 


পাসপোর্ট রি-ইস্যুর ক্ষেত্রে-
অনলাইনে ফরম পুরনের সময় ৩য় ধাপে পুরাতন পাসপোর্ট এর তথ্য সংযোজন করতে হবে।
এবং কাগজপত্র হিসাবে


পাসপোর্ট রি ইস্যুর ক্ষেত্রে কোন প্রকার পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হয় না।
আবেদনসহ সকল প্রকার চাকুরি সংক্রান্ত তথ্যের জন্য আপনার এলাকার ডিজিটাল পোস্ট অফিসে যোগাযোগ করুন। বাংলাদেশ সরকারের ডিজিটাল পোস্ট অফিসে আসুন ডিজিটাল সেবা গ্রহন করুন। সৌজন্যে- বিনোদপুর ডিজিটাল পোস্ট অফিস মাগুরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ