আসন্ন ৩১টি নিয়োগ পরীক্ষার সময়সূচী একত্রে

২৭ ডিসেম্বর ৫টি পরীক্ষা
২৭ ডিসেম্বর ২০১৯



১. বাংলাদেশ ব্যাংকের অফিসার (সাধারণ) এর ২০০ পদের পরীক্ষার সময়সূচী ও আসন বিন্যাস প্রকাশ
পরীক্ষাঃ ২৭ ডিসেম্বর ২০১৯
Tender: Arts Faculty
২. রূপালী ব্যাংক লিমিটেড এর সিনিয়র অফিসার (২০১৬) পদের MCQ পরীক্ষার ফল প্রকাশ
লিখিত পরীক্ষাঃ ২৭ ডিসেম্বর ২০১৯
৩. বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর বিভিন্ন পদের পরীক্ষার সময়সূচী
পরীক্ষাঃ ২৭ ডিসেম্বর ২০১৯
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর রাজস্ব খাতভুক্ত হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সহকারী হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার এবং সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার পদে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত
৪. দুর্নীতি দমন কমিশনের ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদের নিয়োগ পরীক্ষার সময়সূচী ও আসন বিন্যাস প্রকাশ
পরীক্ষাঃ ২৭ ডিসেম্বর ২০১৯
৫. পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর এর বিভিন্ন পদের পরীক্ষার সময়সূচী ও আসনবিন্যাস প্রকাশ
পরীক্ষার তারিখঃ ২৭ ডিসেম্বর ২০১৯

    ** বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দুর অনুধাবন প্রতিষ্ঠান ( স্পারসো) এর বিভিন্ন পদের পরীক্ষার সময়সূচী ও প্রবেশ পত্র প্রকাশ

    * ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর প্রবাশনারী অফিসার পদের পরীক্ষার সময়সূচী ও প্রবেশ পত্র প্রকাশ
    পরীক্ষার তারিখঃ ৩ জানুয়ারি ২০২০
    Admit: http://bdjobs.com/ucb/admit
    ** রূপালী ব্যাংক লিমিটেড এর সিনিয়র অফিসার (২০১৭) পদের লিখিত পরীক্ষার সময়সুয়চি
    পরীক্ষাঃ ৩ জানুয়ারি ২০২০
    ** ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
    পরীক্ষাঃ ২৪ ডিসেম্বর ২০১৯
    ** যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচী
    পরীক্ষাঃ ২৮ ডিসেম্বর ২০১৯
    যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নন-গেজেটেড "হিসাবরক্ষক", "ক্যাশ সরকার" এবং "অফিস সহায়ক (স্থায়ী)" ও "অফিস সহায়ক (অস্থায়ী)" পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং "ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর" পদের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২৮ ডিসেম্বর ২০১৯ খ্রি. তারিখ সকাল ১০.০০ টায় যুব উন্নয়ন অধিদপ্তর, ১০৮ মতিঝিল বা/এ, ঢাকায় অনুষ্ঠিত হবে।
          ** NSI এর বেতার চালক/ওয়্যারলেস অপারেটর পদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচী প্রকাশ
          ব্যবহারিক পরীক্ষাঃ ২২ -২৬ ডিসেম্বর ২০১৯
          ** NSI এর সহকারী পরিচালক (AD) পদে কম্পিউটার ও মৌখিক পরীক্ষা এবং “ফিল্ড অফিসার” পদে শারীরিক, কম্পিউটার ও মৌখিক পরীক্ষার পরীক্ষার সময়সূচী প্রসঙ্গে
          পরীক্ষাঃ ১২ ডিসেম্বর - ২০ জানুয়ারি ২০২০
          Admit: http://nsi.teletalk.com.bd/admitcard/index.php
            ** জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র স্টাফ নার্স পদের এম সি কিউ বাছাই পরীক্ষার সময়সূচী
            পরীক্ষাঃ ২৮ ডিসেম্বর ২০১৯
            ** পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র টেকনিশিয়ান পদের এমসিকিউ বাছাই পরীক্ষার সময়সূচী
            পরীক্ষা: ২৯ ডিসেম্বর ২০১৯
            ** ৪০তম বিসিএস এর লিখিত পরীক্ষার সময়সূচী প্রকাশ
            পরীক্ষা শুরুঃ ৪ জানুয়ারি ২০২০
            ** বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের গাড়ী চালক পদে নিয়োগের নিমিত্ত ব্যবহারিক পরীক্ষার সময়সূচী
            পরীক্ষাঃ ২২ ডিসেম্বর ২০১৯
            ** বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের অর্থ পুলের সহকারী (হিসাব রক্ষণ কর্মকর্তা, অর্থ কর্মকর্তা, নিরীক্ষা কর্মকর্তা) ও নিম্নমান সহকারী, সময় রক্ষক এবং সহকারী কোষাধ্যক্ষ পদে নিয়োগের নিমিত্ত লিখিত পরীক্ষার সময় সূচী।
            পরীক্ষাঃ ২৮ ডিসেম্বর ২০১৯
            ** বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত নোটিশ
            ** কৃষি তথ্য সার্ভিস (AIS) এর বিভিন্ন পদের পরীক্ষার সময়সূচী প্রকাশ
            পরীক্ষার তারিখঃ ২১ ডিসেম্বর ২০১৯
            কৃষি তথ্য সার্ভিসের রাজস্বখাতের ছয়টি শূন্য পদে লিখিত পরীক্ষা ২১ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হবে
            ** সোনালী ব্যাংক লিমিটেড এ ‘সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)’ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের সময়সূচি
            পরীক্ষাঃ ২২ ডিসেম্বর ২০১৯
            ** সোনালী ব্যাংক লিঃ ‘সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেক্সটাইল)’ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের সময়সূচি
            পরীক্ষাঃ ২৪ ডিসেম্বর ২০১৯
                ** বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের বিভিন্ন পদে লিখিত/ ব্যবহারিক/মৌখিক পরীক্ষার সময়সূচী।
                পরীক্ষাঃ ১২ ডিসেম্বর - ৬ জানুয়ারী ২০২০
                ** শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (পুর) পদের প্রার্থীদের এমসিকিউ বাছাই পরীক্ষার সময়সূচী
                পরীক্ষার তারিখঃ ২১ ডিসেম্বর ২০১৯
                টেলিটক বাংলাদেশ লিমিটেড এর এক্সিকিউটিভ (টেকনিক্যাল/জেনারেল) পদের পরীক্ষার ফল প্রকাশ
                মৌখিক পরীক্ষা শুরুঃ ২১ ডিসেম্বর ২০১৯
                  ** সাধারণ পুরলর আওতায় নিয়োগযোগ্য বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরের ”সহকারী প্রোগ্রামার” পদের লিখিত পরীক্ষা এবং ‘‘সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী’’ পদের বাছাই পরীক্ষার সময়সূচী
                  পরীক্ষাঃ ১৯ ও ২৪ ডিসেম্বর ২০১৯
                  ** বস্ত্র অধিদপ্তর এর বিভিন্ন পদের পরীক্ষার সময়সূচী প্রকাশ
                  পরীক্ষাঃ ২৮ ডিসেম্বর ২০১৯
                  ** ১৩তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষার (আবশ্যিক বিষয়) আসন বিন্যাস প্রকাশ
                  পরীক্ষাঃ ১৭ - ২৮ ডিসেম্বর ২০১৯
                  ** কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপসহকারি কৃষি কর্মকর্তা পদে মৌখিক পরীক্ষার সময়সূচী
                  পরীক্ষাঃ ১৮ ডিসেম্বর - ১৪ জানুয়ারি ২০২০
                  ** বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (BOF) এর বিভিন্ন পদের পরীক্ষার ফল ও উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার তারিখ
                  পরীক্ষাঃ ৪ - ২১ জানুয়ারি ২০২০
                  ১৪৭ পদের লিখিত পরিক্ষার ফলাফল
                          ** শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (IER), ঢাকা বিশ্ববিদ্যালয় এর ৩০০ পদের উপজেলা / আরবান প্রোগ্রাম কোঅর্ডিনেটর এর প্রবেশ পত্র প্রকাশ
                          এডমিট ডাউনলোডের শেষ তারিখঃ ২২ ডিসেম্বর ২০১৯
                          পরীক্ষাঃ ৩ জানুয়ারি ২০২০
                          কিভাবে এডমিট ডাউনলোড করবেন...
                          bdjobs.com এ Log in করে আপনার Profile / my bdjobs এ গেলে প্রবেশ পত্র ডাউনলোড অপশন পাবেন।
                          N.B. Chrome / Firefox Browser ব্যবহার করুন।

                          ** ৪১তম বিসিএস-এর প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠানের সম্ভাব্য সময়
                          ২০২০ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হতে পারে
                          প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠানের সম্ভাব্য সময় : ৪১তম বিসিএস-এর প্রিলিমিনারি টেস্ট ২০২০ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হতে পারে। সঠিক তারিখ, সময় ও আসনব্যবস্থা যথাসময়ে কমিশনের ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে।
                          ক্রেডিট- বিডি ক্যারিয়ার

                          আবেদনসহ সকল প্রকার চাকুরি সংক্রান্ত তথ্যের জন্য আপনার এলাকার ডিজিটাল পোস্ট অফিসে যোগাযোগ করুন। বাংলাদেশ সরকারের ডিজিটাল পোস্ট অফিসে আসুন ডিজিটাল সেবা গ্রহন করুন। সৌজন্যে- বিনোদপুর ডিজিটাল পোস্ট অফিস মাগুরা।

                          একটি মন্তব্য পোস্ট করুন

                          0 মন্তব্যসমূহ