দক্ষিণ কোরিয়ায় চাকরির সুযোগ 2019

দক্ষিণ কোরিয়ায় চাকরির জন্য EPS-TOPIK-  অংশগ্রহণের লক্ষ্যে অনলাইন রেজিস্ট্রেশন সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে,

দক্ষিণ কোরিয়া চাকরির জন্য EPS TOPIK- অংশগ্রহণের লক্ষ্যে অনলাইন রেজিস্ট্রেশন সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম (ইপিএস)-এর আওতায় দক্ষিণ কোরিয়ার ম্যানুফ্যাকচারিংখাতে চাকরির জন্য পরর্তী EPS TOPIK- অংশগ্রহণের লক্ষ্যে নিম্নবর্ণিত যােগ্যতা শর্তপূরণ সাপেক্ষে রেজিস্ট্রেশন করতে আগ্রহী প্রার্থীগণ আগামী ২২ ডিসেম্বর সকাল ১০ ঘটিকা থেকে ২৪ ডিসেম্বর ২০১৯ খ্রি. তারিখ বিকাল ঘটিকা পর্যন্ত নির্ধারিত রেজিস্ট্রেশন ফি ৫০০/- (পাঁচশত) টাকা (অফেরতযােগ্য) বিকাশ পেমেন্ট সিস্টেমের মাধ্যমে জমা করে বিকাশ থেকে Transaction ID গ্রহণের মাধ্যমে বোয়েসেল রেজিস্ট্রেশন ওয়েবসাইট এ প্রাথমিক অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে বিকাশের Transaction ID এবং পাসপোর্ট নম্বর (কোন স্পেস ছাড়া), নাম, জন্ম তারিখ অন্যান্য তথ্যসহ ইনপুট দিয়ে পাসপোর্ট-এর ছবিযুক্ত অংশের স্ক্যান কপি (45-60 KB) আপলোড করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে যদি কোনো প্রার্থীর নির্ধারিত রেজিস্ট্রেশন ফি জমা দেয়ার পরও বিকাশ থেকে Transaction ID না পেয়ে থাকেন, তবে বিকাশ হটলাইন নম্বর ১৬২৪৭- যোগাযোগ করে Transaction ID নিশ্চিত হওয়ার সুযোগ রয়েছে সংক্রান্ত ডকুমেন্টেশন নমুনা বোয়েসেল-এর ওয়েবসাইটে পাওয়া যাবে উল্লেখ্য যে, ২২ ২৩ ডিসেম্বর রাত ১২ ঘটিকা থেকে ঘটিকা পর্যন্ত |নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য অনলাইন প্রাঙ্খমিক রেজিস্ট্রেশন প্রক্রিয়া বন্ধ থাকবে আবেদনের যােগ্যতা শর্তাবলী:
. জন্মতারিখঃ ২৩,০৩,১৯৮০ থেকে ২২.০৩,২০০২ পর্যন্তু
. বৈধ এবং হালনাগাদ মেশিন রিডেবল পাসপাের্ট অক্সিতে হবে
. শিক্ষাগত যােগ্যতা নানতুম এস,এস,সি/সমমানের ডিঘি/ভোকেশনাল ডিপ্লোমা ডিগ্রী . যাদের কালার ব্লাইন্ডনেস রঙ বোঝার দুর্বলতা নেই
. কোরীয় ভাষা পড়া, লেখা বোঝার পারদর্শিতা থাকতে হবে
.যাদের ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাড়ি হয়নি
, যারা দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে বহন করেনি
. মাদকাসক্ত ব্যক্তিণ অযোগ্য বলে বিবেচিত হবেন |

, যাৱা কোরিয়ায় /ই১০ ভিসায় সর্বমােট বৎসরের বেশি থাকেনি | দক্ষিণ কোরিয়া সরকার কর্তৃক প্রার্থী বাছাই প্রক্রিয়া () প্রথম রাউন্ড পরীক্ষা (EPS TOPIK) + () দ্বিতীয় রাউন্ড পরীক্ষা (ষ্টীল টেস্ট কম্পিটেন্সি টেস্ট) - () প্রাপ্ত স্কোর যোগ উল্লেখ্য, এসএসসি (ভােকেশনাল)/ডিপ্লোমাধারী প্রার্থীদের লটারি ভিন্নভাবে হবে যে সকল প্রার্থী ২০১৪ সনের পুর্বে ভোকেশনাল/ডিপ্লোমা সম্পন্ন করেছে তাদের আবেদন বিবেচনা করা হবে না এছাড়াও উল্লিখিত ট্রেডসমুহ-(যেমন, এগ্রোবেসড ফুড, বিল্ডিং মেইনটেন্যান্স, কম্পিউটার তথ্য প্রযুক্তি, ফিস কালচার অ্যান্ড ব্রিডিং, লাইভস্টক রিয়ারিং অ্যান্ড ফার্মিং, পেস্ট্রি রিয়ারিং অ্যান্ডি ফার্মিং, পেশেন্ট কেয়ার নার্সিং, প্রান্সিং অ্যান্ড পাইপ ফিটিং, চ্যাওয়ার ফুট অ্যান্ড ভেজিটেবল কাল্টিভেশন, শ্রিম্প কালচার অ্যান্ড ব্রিডিং) সনদধারী প্রার্থীগণের আবেদন বিবেচনা করা হবে না আরও উল্লেখ্য, ২০১৪ সনের পূর্বে সাধারণ এসএসসি পাশকৃত প্রার্থী নির্ধারিত ব্যাস সময়ের মধ্যে আদেন করতে পারবেন এছাড়াও চূড়ান্ত রেজিস্ট্রেশনের পরও কোনো প্রার্থীর আবেদনকৃত তথ্য বা ডকুমেন্ট ভুয়া প্রমানিত হলে তার ইপিএস রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে কোরিয়া সরকার কর্তৃক নির্ধাৱিত সংখ্যার চেয়ে প্রাথমিক রেজিস্ট্রেশনকৃত প্রার্থীর সংখ্যা বেশি হলে এইচআরডি কোরিয়া কর্তৃকু লটারির মাধ্যমে পরবর্তী EPS TOPIK- অংশগ্রহণের প্রার্থী নির্বাচন আগামী ২৬.১২.২০১৯ খ্রি. তারিখ বৃহস্পতিবার ঘটিকায় বোয়েসেল কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে আগ্রহী প্রার্থীণ লটারির সময় উপস্থিত থাকতে পারবেন লটারিতে উত্তীর্ণ প্রার্থীদের তালিল বোয়েসেল-এর ওয়েবসাইট ফেসবুক- প্রচার করা হবে দক্ষিণ কোরিয়া সরকার কর্তৃক বার্ষিক কোটা ঘোষণার পর চূড়ান্ত রেজিস্ট্রেশনের শিডিউল ঘোষণা করা হবে

আবেদন করতে ক্লিক করুন

আবেদনসহ সকল প্রকার চাকুরি সংক্রান্ত তথ্যের জন্য আপনার এলাকার ডিজিটাল পোস্ট অফিসে যোগাযোগ করুন। বাংলাদেশ সরকারের ডিজিটাল পোস্ট অফিসে আসুন ডিজিটাল সেবা গ্রহন করুন।
সৌজন্যে- বিনোদপুর ডিজিটাল পোস্ট অফিস মাগুরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ